রায়পুরায় ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী
- সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ PM
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঠাকুর বাড়ির মোড়ে বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান পরিবেশন করা হয়েছে। আজ বুধবার (১৮ডিসেম্বর) সকালে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুণরেকত্রীকরণ” পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক-২ এর যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ এর আয়োজনে রুপান্তরের পরিবেশনায় বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান রিবেশন করা হয়।
পরে এলাকার জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে অনুষ্ঠানে খুলনা থেকে আগত রূপান্তর শিল্পীগোষ্ঠী পটগান পরিবেশন করে।পট গানের মাধ্যমে, বিদেশগামী ব্যক্তিদের সচেতন মুলক তথ্য ও বিদেশ ফেরতদের তিনটি ধাপে, সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে ঘুরে দাড়াতে সহায়তা মুলক তথ্য প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নুপুর, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ রুবে মিয়া, ব্র্যাক মাইগ্রেশন সার্পোট এন্টারপ্রাইজের আলমগীর পাঠান, প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মোঃ আব্দুল জলিল, রূপান্তরের ফিল্ড প্রস্তুতকারী শ্যাম প্রসাদ সরদার প্রমুখ।