আত্মসমর্পণের পূর্বে সেফ এক্সিট চেয়েছিল ডাকাতরা

ব্যাংকে
  © সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা থেকে তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আত্মসমর্পণ করার আগে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদে প্রস্থান দাবি করেছিল তারা।

পুলিশে সঙ্গে কথোপকথনে ডাকাত দলের সদস্যরা এমন দাবি করেছিল বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। ওসি বলেন, ডাকাত সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়, ফোনে কথা হয়। তারা সেইফ এক্সিটসহ বিভিন্ন দাবির কথা বলে। বিকেল পৌনে ৫টা পর্যন্ত জিম্মি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান অপরিবর্তিত ছিল।

এর আগে ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।