নর্তকী এনে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নাচ-গানের আয়োজন, এলাকাবাসীর ক্ষোভ 

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর থানা  © ফাইল ফটো

ভাড়াটে নর্তকী এনে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছদ্মবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অশ্লীল নাচ-গানের  আয়োজন করেছে। 

বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নাচ-গানের  আড়ালে মেয়ে ভাড়া করে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে এলাকার বখাটে ছেলেরা। এতে করে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এলাকার সচেতন জনসাধারণ ও একডালা গ্রামবাসী, আলেম ওলামা সকলে মিলে এহেন অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন জমা দিয়েছেন। তারা এ ব্যপারে ব্যবস্থা নিবেন বলেন তাদেরকে আশ্বস্ত করেছেন। 

এ বিষয়ে স্থানীয় মুরব্বি গাজী মোঃ আকবর হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই থানায় অভিযোগ করেছি। যাতে করে এরকম জাতি বিধ্বংসী কার্যকলাপ না হয়।

আরেক স্থানীয় মুরব্বি মোঃ কামরুল ইসলাম বলেন, আমরা যদি এরকম  একটি কুরুচিপূর্ণ কাজ ঠেকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে আরও অনেক কিছু করা সহজ হবে। তাই গান-বাজনার নামে এই অসামাজিক কাজ বন্ধ করতে হবে। 

স্থানীয় মুরব্বি মোঃ রন্জু আলম বলেন, এরকম অন্যায় কাজ আমরা কখনো মেনে নিবো না।

খোঁজ নিয়ে জানা যায় ১৯/১২/২০২৪ ইং তারিখে রোজ বৃহস্পতিবার রাতে গান-বাজনার নামে এই অসামাজিক কাজের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে মন্স তৈরির কাজ সম্পন্ন হয়েছে। 

এলাকাবাসীর দাবি প্রশাসনের কাছে, এত সংগোপনে কার অনুমতি নিয়ে এতবড় একটা কাজ নিষিদ্ধ ছাত্রলীগ আয়োজন করতে পারে?  তাই সরেজমিনে পরিদর্শন করে দেখে গান-বাজনার নামে এই অসামাজিক কাজ বন্ধ করতে হবে।