সিরাজগঞ্জে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অশ্লীল নাচ-গানের আসর বন্ধ

সিরাজগঞ্জ
  © সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গত ১৯/১২/২৪ বৃহস্পতিবার রাতে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় দূর্বৃত্ত বিএনপির ছত্রছায়ায় অশ্লীল নাচ-গানের আয়োজন করে। 

এ খবর জানতে পেরে সিরাজগঞ্জ পুলিশ সুপার মহোদয়  জনাব  মোঃ  ফারুক হোসেন  দ্রুত সদর থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এতে করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির দ্রুত ফোর্স পাঠিয়ে গান - বাজনার আশর বন্ধ করেন। এতে করে এলাকার সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি সুধারনা তৈরি হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুরব্বি বলেন,  এভাবে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ তরুণ যুব সমাজকে ধ্বংস করার জন্য গান-বাজনার নামে অনৈতিক কর্মকান্ড ছড়িয়ে দিত। আজকে বিএনপির কতিপয় নামধারী লোকজন আওয়ামী লীগ কে সাথে নিয়ে  রাতের অন্ধকারে নর্তকি ভাড়া করে এনে অশ্লীল নাচ-গানের আয়োজন করে। এতে করে আমরা উদ্বিগ্ন হয়ে পরেছি যে, আবারও কি সেই আওয়ামী যুগ ফিরে আসবে কিনা। পুলিশ প্রশাসনের এই ভূমিকায় আমি অত্যান্ত খুশি। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অন্য আরেক মুরুব্বি বলেন,  গতকাল রাতে যখন তারা সফল হয় নাই। তাই তারা আজও তাদের নাচ-গানের আয়োজন করবে। কেননা না করতে পারায় তাদের প্রেস্টিজে লেগেছে। তাই তারা এখনো অনুষ্ঠানে ষ্টেজ প্যান্ডেল সহ আনুষাঙ্গিক সরঞ্জাম রেখে দিয়েছেন। তাই এই নাচ - গানের নামে জাতি বিধ্বংসী এই খেলা স্থায়ী ভাবে বন্ধ করতে সিরাজগঞ্জ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

এলাকার সাধারণ লোকজনের সাথে কথা বলে জানা যায়, আজকে রাতে তারা আবারও নাচ- গানের আয়োজন করবে। অথ্যাত ২০/১২/২৪ ইং তারিখে। এটার জন্য উঠে পরে লেগেছে।