রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ PM
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে লম্বাশিয়া ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে তীব্রতা বেশি হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনার সম্ভব হবে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এছাড়া কারও প্রাণহানি হয়েছে কিনা সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।