পৌষ শুরুতেই শীতের দাপট রাতে তীব্র শীত
- জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি;
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ PM
পৌষ শুরুতেই শীতের দাপট চলছে মৃদুশৈত্য প্রবাহ রাতে তীব্র শীত উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রাতে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ডিসেম্বর) ভোর ৬টায় এজেলায় ৯দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৯দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান,উত্তরের এই জেলায় চলছে মৃদুশৈত্য প্রবাহ রাতে তীব্র শীত ভোর ৬টায় ৯.৪ ডিগ্র্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা বেশি বাতাসের এতে আদ্রতা ৮২%।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,পুর্বেরন্যায় কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। কর্মচাঞ্চল্যতা দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে। চা বাগানে কাজ করা তারা মিয়া ও জামাল হোসেন বলেন, আগের থেকে শীত কমে গেছে। তবে প্রচন্ড ঠান্ডা লাগে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এ সময়টায় হাড় কাপতে শুরু করে। সকালে রোদ উঠে যাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকলে দিনে হারিয়ে যায় শীত।