উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত- ২ পুড়ল ৫ শতাধিক বস্তিঘর

উখিয়া
  © টিবিএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ডাব্লিউতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধসহ ছয় বছরের এক শিশু নিহত হয়েছে বলে আশ্রয়কেন্দ্রের হেড়মাঝি জাহাঙ্গীর আলমের বরাতে জানা গেছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর অনুমান দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ডাব্লিউ'র সি ব্লক ও এফ ব্লকের বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এতে  ৫ শতাধিক বস্তি পুড়ে ছাই। খবর পেয়ে তাৎক্ষণিক  ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌছে এবং  শ্বাসরুদ্ধকর প্রচেষ্টায় ২ ঘন্টা কাজ চালিয়ে পুরোপুরি  আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। 

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে তাদের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এছাড়াও আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও ক্যাম্পের  আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা নিয়োজিত রয়েছে।

লম্বাশিয়া রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের হেড় মাঝি জাহাঙ্গীর আলম জানিয়েছেন,ব্লক সি সিক্স'র সোলাইমানের ছেলে আবুল খাইর (৬০)ও ব্লক সি ফাইভ'র মোস্তাফিজের ছেলে মোহাম্মদ রাশেল (৬) ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা গেছে। এছাড়াও দগ্ধসহ আহত হয়েছে বেশকজন। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন কক্সবাজার বার্তাকে জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এতে এক শিশু এবং এক বৃদ্ধ রয়েছে। তবে তাৎক্ষণিক মৃত্যুর কারণ এবং তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে।