কক্সবাজারের ব্রাইট ওয়ে ইয়ুথ অর্গানাইজেশন শুরু করলো বয়স্ক শিখন পাঠশালা কর্মসূচী

কক্সবাজারের
  © সংগৃহীত

কক্সবাজারের সাড়া জাগানো সংগঠন ব্রাইট ওয়ে ইয়ুথ অর্গানাইজেশন শুরু করলো বয়স্ক শিখন পাঠশালা কর্মসূচী। আমরা শিখি আমরা শেখাই"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০ সাল থেকে উক্ত সংগঠনের পথযাত্রা শুরু করে।

সংগঠনটির দীর্ঘদিনের স্বপ্ন নিরক্ষর ব্যাক্তিদের স্বাক্ষরে রূপান্তর করা। টিপসই এর পরিবর্তে নিজের নাম দিয়ে স্বাক্ষর করে দক্ষতার পরিচয় দিবে এটাই তাদের মূল লক্ষ্য।

বর্তমান বিশ্বের জন্য এই রকম বয়স্ক  শিক্ষা ব্যবস্থা খুবই যুগোপযোগী বলে মনে করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি। ২০২০ সালের শুরু থেকে সংগঠনটি পর্যটন নগরী কক্সবাজারের দূঃস্থ হতদরিদ্র মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন সাল্লু তার নিজস্ব উদ্যেগে তার সদস্যদের নিয়ে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় তার এই৷ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

সালাউদ্দিন সাল্লু বলেন,আমরা আমাদের মতো করে যতটুকু পারি মানুষের সেবায় নিয়োজিত আছি,আমাদের জন্য যদি সরকার কিংবা কোন দাতা সংস্থা আমাদের পাশে এসে দাঁড়ায়,ইনশাআল্লাহ আমরা এই কক্সবাজারের অবহেলিত বয়োবৃদ্ধ মানুষকে একটি ভালো জায়গায় নিয়ে যাব।তার পাশাপাশি কক্সবাজারের শত শত হতদরিদ্র শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষকে আমরা ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাই।এটাই আমাদের মূল লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন, এবং এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য বলেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (সদর উপজেলার শিক্ষা অফিসার) জনাব,জবরুত আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি ফাউন্ডেশন কক্সবাজার শাখার সহকারী পরিচালক, জনাব, সরোওয়ার আকবর। উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব,সালাহউদ্দিন সাল্লু। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।