গলাচিপায় দানবীর কামরান শাহিদ প্রিন্স মহাব্বতের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

গলাচিপা
  © টিবিএম

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দানবীর খ্যাত কামরান শাহিদ প্রিন্স মহাব্বত। তার উদ্যোগে গলাচিপা ও আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১,০০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় মানুষগুলো কিছুটা হলেও শীতের কষ্ট থেকে মুক্তি পেয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কামরান শাহিদ প্রিন্স মহাব্বতের পক্ষে তার বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর শহরের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পিয়াল খান। এসময় উপস্থিত ছিলেন মাহি খানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। জানা গেছে শুধু পৌর শহরে নয়, তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন। 

এ বিষয়ে পিয়াল খান বলেন, “প্রতিবছরের মতো এ বছরও কামরান শাহিদ প্রিন্স মহাব্বত অসহায় মানুষের কথা চিন্তা করে শীতবস্ত্র পাঠিয়েছেন। তার নির্দেশনায় আমরা প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন। ”স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “কামরান শাহিদ প্রিন্স মহাব্বত আমাদের এলাকার প্রকৃত মানবসেবী। তার এ ধরনের কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করে। ”এই মহতী উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।