ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ PM
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৫ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হয়ে গেছে। এছাড়া গুরুতর অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী দিকে যাচ্ছিল রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর ওঠে পড়লে সংঘর্ষ হয়। সে সময় মাইক্রোবাসটি ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ গজ দূর পর্যন্তে ছেঁচড়ে যায়। এরপর মাইক্রোবাসটির পাশের একটি পুকুরে পড়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিল।
জানা যায়, রেল গেটটিতে কোনো রেল ক্রসিংবার এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।