গাড়ি থামিয়ে ঘুমে চালক; পেছনে দীর্ঘ যানজট

যানজট
  © সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ি চালাতে পারছিলেন না চালকরা। তাই গাড়ি থামিয়ে অনেকেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপরেই মহাসড়কে সৃষ্টি হতে থাকে দীর্ঘ যানজট।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে সৃষ্টি হয় এই যানজট। এই যানজট দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে যানজটের সৃষ্টি হলে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের ঘুম থেকে জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে। মহাসড়কের ইলিয়টগঞ্জের কুটুম্বপুর থেকে গোমতা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে শুক্রবার দিনব্যাপী যানজট না থাকলেও মহাসড়কে থেমে যান চলাচলের দৃশ্য দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, শুক্রবার ভোররাতে যানজট সৃষ্টি হয়েছিল। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আমরা সড়কে এসে সবাইকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করি।