উল্লাপাড়ায় ফ্রেন্ডস ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্তদের উপহার বিতরণ

সিরাজগঞ্জ
  © টিবিএম ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক সেবা সংগঠন 'ফ্রেন্ডস ফাউন্ডেশন' এর পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় উল্লাপাড়া উপজেলার চরসাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় স্থানীয় কলেজ ও স্কুল শিক্ষকসহ সংগঠনের সহযোগীবৃন্দ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, 
ফ্রেন্ডস্ ফাউন্ডেশন দীর্ঘদিন হলো নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। ঈদ উপহার, শীতার্তদের উপহার, গৃহ নির্মাণ, আর্থিক সহায়তা, বৃক্ষরোপন, সামাজিক নানা সমস্যা ( যৌতুক, মাদকাসক্ত প্রতিরোধ), শিক্ষার প্রসার,  ব্লাড ও প্রত্যান্ত অঞ্চল নিয়ে কাজ করছেন। আগামী দিনে সংগঠনের কার্যক্রম দৃঢ়চিত্তে এগিয়ে যাবার পরিকল্পনাও ব্যক্ত করেন।

স্থানীয় সলঙ্গা ডিগ্রী কলেজ শিক্ষক মোঃ আলাউদ্দীন হোসেন বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মানুষকে সবসময় পরিবর্তনশীল করে। তিনি অভিবাকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানকে নিয়ে নতুন স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়নের জন্য শিশুদের প্রতি যত্নবান হোন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সব সময় পড়াশোনায় মনোযোগী হও এবং তোমাদের স্বপ্নকে বড় করো। 

চরসাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা পারভীন বলেন, এত সুন্দর আয়োজন অতীতে কখনো হয়নি এই বিদ্যালয়ে। আমরা সত্যিই আনন্দিত। শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা পাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিয়ে আমরা নানা পরিকল্পনা হাতে নিয়েছি। তাদের মেধার বিকাশ, শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্যও কাজ করছি।

পরিশেষে পরিবেশের ভারসাম্য রক্ষায়  বৃক্ষরোপনের প্রয়োজনীতা তুলে ধরা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপনের মধ্যদিয়ে অনুষ্ঠানমালার ইতিটানা হয়।