ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি

গাড়ি
  © সংগৃহীত

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৬টি পরিবহন দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এই ঘটনায় প্রাণহানি ঘটেনি, তবে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কের গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যান ছিল। পুলিশ জানিয়েছে, গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ চলছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গড়ের মাথা মোড়ে এভাবেই একে অপরকে ধাক্কা দেয়। এর ফলে কয়েকটি গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ২০-২৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, এবং দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে সড়কটি পিচ্ছিল হয়ে যায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া, তিনি সতর্ক করে বলেছেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় চালকদের আরও সতর্কভাবে চলাচল করতে হবে। তিনি আরও বলেন, গতকাল (শুক্রবার) রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ বিভিন্ন স্থানে পৃথক পাঁচটি দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে রংপুর অঞ্চলে ১৯৫টি সড়ক দুর্ঘটনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২০ জন পুরুষ, ২২ জন নারী এবং ৪ জন শিশু ছিল। এ ঘটনায় ১৫২টি মামলা হয়েছে। শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে, তাই হাইওয়ে পুলিশ সবার প্রতি সতর্কতা অবলম্বন করার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।