নদীতে নেমে নিখোঁজের একদিন পর মৃত উদ্ধার আরও দুই বন্ধু

সিরাজগঞ্জ
  © সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন বন্ধুর আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এতে নদীতে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার হলো।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আগে উদ্ধার হয় আরেকজনের মরদেহ।

জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬) নিখোঁজ হয়। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইনস্পেক্টর অপু কুমার মণ্ডল  বলেন, গতকাল আমরা উদ্ধার অভিযান চালিয়ে রাফি নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছিলাম। নদীর গভীরতা বেশি হওয়ায় বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি বাকি দুজনের মরদেহ উদ্ধার করেছে।

রাজশাহী ডুবুরি দলের প্রধান আব্দুর রাজ্জাক  বলেন, টানা দুই ঘণ্টা কাজ করার পর ২০ মিনিটের ব্যবধানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।