নোয়াখালীতে আন্তঃজেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ PM

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্য ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে নোয়াখালী জেলা পর্যায়ের আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন, কাবাডি এবং সিক্সার্স ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ এবং চট্টগ্রাম বিভাগীয় আন্তঃজেলা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৫ এর চ্যাম্পিয়ন নোয়াখালী জেলার কৃতি অ্যাথলেটদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩রা ফেব্রুয়ারী) বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এসব পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল, সদর উপজেলার ইউএনও আঁখিনুর জাহান নীলা সহ আরো অনেকে।