নোয়াখালীতে শীতার্ত ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি :
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ PM

নোয়াখালী সদরের ৩ শতাধিক শীতার্ত ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দি নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী টাউন হলে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের (এফবিসিসিআই) আয়োজনে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে 'দি নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির' সভাপতি ফিরোজ আলম মতিনের সভাপতিত্বে শীতার্ত ও গরীব মানুষের হাতে কম্বল তুলে দেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার।
এসময় দি নোয়াখালী চেম্বার অফ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক একরাম উল্যা ডিপটি, নুরুল আমিন খানসহ চেম্বার অফ্ কমার্সের অন্যান্য পরিচালক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মাঘের শীত নিবারনে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে কম্বলের উষ্ণতা জড়াতে টাউন হলে জড়ো হন শীতার্ত ও গরীব মানুষজন। হাতে কম্বল তুলে দেয়ার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তারা।