নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা; বন্দরে ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জ
  © টিবিএম ফটো

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জনসভা উপলক্ষে বন্দরের ধামগড় ও মুছাপুর ইউনিয়নের একাংশে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রোকন এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন জামায়াতের আমির জামালউদ্দিন, সেক্রেটারি সেলিম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কর্মীবৃন্দ।

তারা জনসংযোগকালে জনগণের কাছে লিফলেট পৌঁছে দেন এবং সমাবেশে যোগদান আহ্বান জানিয়ে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারিনি, আমরা জনগণকে আমাদের কর্মসূচি জানাতে পারিনি। এখন সুযোগ এসেছে জনগণকে আমাদের কর্মসূচি সম্পর্কে জানানোর।

এদিকে জামায়াতের জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বইছে উৎসবের আমেজ। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, আগামী সাতই জানুয়ারী নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।