দুমকীতে শিক্ষকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী:
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ PM

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর দুমকী উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সরকারি জনতা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুমকি উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে দুমকি উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্ট দুমকি উপজেলা পূর্ব ধান সিড়ি ও পশ্চিম পায়রা ২ দলে বিভক্ত হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।