গাজীপুরে হামলার ঘটনায় ৫ আহতকে ঢামেকে ভর্তি
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ AM

গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের অভিযোগে স্থানীয় কয়েকজনের হামলায় আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তাদের হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
ঢামেকে ভর্তি আহতরা হলেন, শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।
আহত সৌরভের বন্ধু পিয়াস বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে ৫ জনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় ৫ জনকে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ‘১৫-১৬ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’