অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক ৬৫
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ PM

অপারেশন ডেভিল হান্টের আওতায় এবার গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৬৫ জনকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
জানা গেছে, শুধু গাজীপুর মহানগর এলাকা থেকে ২৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-আহ্ব্য়য়ক মাসুদ মাহমুদ। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সিদ্ধান্ত অনুযায়ী, এদিন রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ সব মোড়ে জোরদার করা হয় টহল কার্যক্রম। গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা। অভিযানে এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।
আর গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক বলেন, অপারেশন ডেভিল হান্টে মহানগর এলাকা থেকে ২৫ জন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’।