খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় যশোরে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোর
  © টিবিএম ফটো

খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের অর্পণ দর্পণ স্মৃতি মিলনায়তনে খেজুর গুড়ের ঐতিহ্য রক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে 'এসটিই ইনিশিয়েটিভ' নামের একটি অলাভজনক সংগঠন।

রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় যশোরের খেজুর গুড়ের ঐতিহ্য সংশ্লিষ্ট  বিভিন্ন চিত্র - খেজুর গাছ, ভাড়( ঠিলে),  গুড় জ্বালানোর চুলা ( আকা )  খেজুর গাছ কাটার দৃশ্য  আঁকতে দেওয়া হয়।

সম্পূর্ণ ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। 

চিত্রাঙ্কন শেষে প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণসহ সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। 

এসটিই ইনিশিয়েটিভ'র সভাপতি আবু বকর বলেন, যশোরের ঐতিহ্য খেজুর গুড়  রক্ষায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের প্রতিনিধিত্ব বাড়াতে খুদে শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন এডিএসপির পরিচালক সাকিব ইসলাম, সহকারী শিক্ষক মাসাদুজ্জামান, সমাজসেবক  রফিকুজ্জামান টোকন এবং এসটিই ইনিশিয়েটিভ'র সদস্যবৃন্দ। 

উল্লেখ্য, এসটিই ইনিশিয়েটিভ যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় ও গাছি পেশা রক্ষায় নিয়োজিত একটি অলাভজনক সংগঠন। সংগঠনটি ২০২০ সাল থেকে খেজুর গাছ রোপণ এবং সামাজিক সুরক্ষার অংশ হিসেবে গাছিদের নানা সুযোগ সুবিধা প্রদান করে আসছে।