তেঁতুলিয়ায় আগুনে পুড়ল ৯ পরিবারে ২৫ ঘরের আসবার পত্র
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ PM

তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯টি পরিবারের ঘর, আসবাবপত্র, নগদ টাকা পয়সা ও কাপড়-চোপড়, কাগজপত্র ও চেকসহ ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, দুপরে রান্না ঘরের বৈদ্যুতিক তার থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। পরে ড্রপ তারের মাধ্যমে স্থানীয় হাবিব ও নজরুলের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ৭ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুনে ৯টি পরিবারের ২৪টি কক্ষের আসবাবপত্র সহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার এবং ঘরে মজুদকৃত খাদ্যশস্য পুড়ে ছাই হয়েছে। আগুনের ব্যাপকতা দেখে এলাকার লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দেয়, ঘটনাস্থলে ২টি ইউনিট এসে ৪০ মিনিটের ব্যবধানে আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন ওই এলাকার, আসির উদ্দীন, নজরুল ইসলাম, সাদেকুল, কুলসুম, বসির উদ্দীন, মজিবর, মফিজুল, আশু ও হায়দার।
এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, যখনি শুনি আমার এলাকায় আগুন লেগেছে ওই মুহুর্তে সরেজমিনে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়ে পড়ি। এবং আমি ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিয়ে থাকি। গ্রামের সবাই একজোট হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি বিধায় অতি তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের আহ্বান জানান তিনি।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানায়, ১২টা ৪৮ মিনিটে খবর পাই বুড়াবুড়ি কাটাপাড়া এলাকায় আগুন লেগেছে ১টা ১ মিনিটে ঘটনাস্থলে আসি। ২টি ইউনিট আগুন নেভাতে কাজ করি। ৪০ মিনিটের মধ্যে সমস্ত আগুন নেভাতে সক্ষম হই।