বিজিবির তীব্র আপত্তির মুখে শূন্যরেখার সিসি ক্যামেরা খুলে নিল বিএসএফ

বিএসএফ
  © সংগৃহীত

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কড়া প্রতিবাদ ও তীব্র আপত্তির মুখে অবশেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি অবশেষে খুলে নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে নেয় বিএসএফ। 

বিষয়টি এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে ৯ ফেব্রুয়ারি রাত দুইটার দিকে পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য রেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিণ বাঁশজানি (জোড়া) মসজিদ নামক স্থানে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। 

ক্যামারাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। ১০ ফেব্রুয়ারি সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি। 

পরে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণ করতে সম্মতি প্রকাশ করে। 

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।