আ.লীগ নেতাকে ছাড়াতে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ AM

নরসিংদী জেলার শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া। এবার তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার বিকেলে উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে ছাড়াতে রাতে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন স্বেচ্ছাসেবক দল নেতা আবিদ। পরে পুলিশ তাকে আটক করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. আবিদ হাসান জজ মিয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।