জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নোয়াখালী
  © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী ‘জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার ‘জমিদারহাট উচ্চ বিদ্যালয়’ মাঠে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলওয়াত পাঠ, জাতীয় সংগীত পরিবেশনা, মার্চ ফাস্ট, ডিসপ্লে, বিভিন্ন ইভেন্টের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এওজবালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান স্বপন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর কবির এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, জমিদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবেদ হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ ফারুক হোসেন ও এওজবালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহি উদ্দিন সহ আরো অনেকে। 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক আবদুল হক। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।