নোয়াখালীতে আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নোয়াখালী
  © সংগৃহীত

“স্বেচ্ছায় করি রক্তদান, বেঁচে উঠুক অন্যের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী সদর উপজেলার বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ মাঠে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. নুর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্ধোধন করেন নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ শমরিতা হাসপাতালের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রুবেল, আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের প্রভাষক সামসুল ইসলাম মাসুদ, নোয়াখালী জেলার সাংবাদিক মাহমুদ ফয়সাল সহ মিডওয়াইফারি নার্সিং কলেজ, নোয়াখালীর শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী  সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা যায়, আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশন নামক সেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্নের পর থেকে জরুরী মুহুর্তে নোয়াখালীতে বিভিন্ন রোগীদের এক হাজার ব্যাগ রক্ত প্রদান করেছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা ও করোনাকালীন সময়ে মানুষদের সুরক্ষা সহায়তা সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন।