নোয়াখালীতে অটো ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল ও অফিসের উদ্ধোধন
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM

নোয়াখালীতে ‘বাংলাদেশ ব্যাটারী চালিত অটোরিক্সা অটো বাইক সার্ভিস লিমিটেড-এর ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল ও অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী পৌরসভার হাউজিং বালুর মাঠে ‘বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড’ এর আয়োজনে ড্রাইভিং স্কুল প্রশিক্ষণ ও নোয়াখালী অফিসের উদ্বোধন করা হয়।
এ সময় নোয়াখালী জেলা জজ কোর্টের (এজিপি) এডভোকেট মোহাম্মদ নুর ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল ও নোয়াখালী অফিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাটারী চালিত অটোরিক্সা অটো বাইক সার্ভিস লিমিটেডের উপদেষ্টা লে. কর্ণেল এস এম আইয়ুব (অবঃ)।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাটারী চালিত অটোরিক্সা অটো বাইক সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কালাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাটারীচালিত অটোরিক্সা অটো বাইক সার্ভিস লিমিটেডের মার্কেটিং অফিসার আখতার আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল ও নোয়াখালী অফিসের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন।
এসময় বক্তারা বলেন, “বাংলাদেশ ব্যাটারী চালিত অটোরিক্সা অটো বাইক সার্ভিস লিমিটেড-এর ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অটোরিক্সা ও অটোবাইক চালকগণ বিআরটি-এর বৈধ লাইসেন্স প্রাপ্ত হবেন। এতে দক্ষ চালক হয়ে উঠার মাধ্যমে সড়কে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে। তারা আরো বলেন, “অটোরিক্সা চালকগণ স্বাস্থ্য সহায়তা, সনদ গ্রহণের পর ঋণ সুবিধা, স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা সহ নানাবিধ সুবিধা প্রাপ্ত হবেন।”