নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ PM

নোয়াখালীতে কলেজ ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ করায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে।
হামলায় আহত বিএনপি নেতা কলিম উল্যা পাটোয়ারীর ভাই মোঃ নিজাম উদ্দিন বাদী হয়ে (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন। এসময় মামলার এজাহারে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, মামলার দুই আসামিকে গতরাতে ঢাকা থেকে শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের এক ছাত্রীকে স্থানীয় এক যুবকের সাথে আটকে রেখে হেনস্তা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় বাঁধেরহাট বাজারের ব্যবসায়ী ও নোয়ান্নই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কলিম উল্যা পাটোয়ারী (৫০) কিশোর অপরাধ চক্রের সদস্যদের বাধা দেন।
পরে কলেজের দুইজন স্টাফ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং সদস্যরা কলিম উল্যা পাটোয়ারীকে কলেজের নতুন ক্যাম্পাসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সেখান থেকে স্থানীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।