সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ
  © ফাইল ছবি

সিরাজগঞ্জ সদরে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্রের ছেলে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হাদীউজ্জামান শেখ জানান, অস্ত্র মামলায় আসামি গোপাল চন্দ্রের উপস্থিতিতে আদালত আজ এ রায় দেন। একই সঙ্গে অপর আসামি রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালে এক গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালিয়ে আটটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ গোপাল চন্দ্রকে আটক করে জেলা গোয়েন্দা শাখা। এরপর তার বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা করা হয়। এ মামলার সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।