কালাইয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে রোকনদের শিক্ষা শিবির অনুষ্ঠিত
- এস এম আব্দুল্লাহ সউদ: কালাই(জয়পুরহাট) প্রতিনিধি
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ PM

জয়পুরহাটের কালাই উপজেলায় আজ ২২ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ জামায়াত ইসলামী রোকনদের মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী শিক্ষা শিবিরের আয়োজন করেছে। কালাই টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
শিবিরের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এস. এম. রাশেদুল আলম সবুজ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ জোয়ারের হোসেন, মাওলানা মোঃ নুরুজ্জামান সরকার, মোঃ আব্দুর রউফ, মাওলানা মোঃ মোজাফফর হোসেন এবং মোঃ আনোয়ারুল হক।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ বলেন, “জামায়াত ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, যার মূল লক্ষ্য ইসলামের বিধান অনুযায়ী সমাজ গঠন করা। একজন রোকন শুধু সংগঠনের সদস্য নন, বরং তিনি ইসলামের আদর্শের ধারক ও বাহক। সমাজ পরিবর্তনের জন্য রোকনদের নৈতিকতা, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।”
শিক্ষা শিবিরে উপস্থিত রোকনদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা সংগঠনের মূল শক্তি। আপনাদের আদর্শবান জীবন, সময়ের সঠিক ব্যবহার এবং সংগঠনের প্রতি দায়িত্ববোধই আমাদের আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠানে বক্তারা ইসলামিক শিক্ষা, আদর্শবান নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে জামায়াতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা রোকনদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং মতবিনিময় সেশনেও অংশ নেন। শিবিরটি পরিচালনা করেন মোঃ আব্দুল আলীম।