দুমকীতে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা নিয়ে সংঘর্ষ, আহত ২

দুমকী
  © সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর একই গ্রুপ সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু'জন আহত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন- দুমকী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু। তাদেরকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৬ শে ফেব্রুয়ারী পবিপ্রবি'র  বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী মূল ক্যাম্পাসে আগমন করেন। তার আগমনকে কেন্দ্র করে ওই গ্রুপ সমার্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও অন্য গ্রুপের আনোয়ার হোসেন হাওলাদার দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়েছে বলে জানা যায়।  তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে। দুমকী উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী হলেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান। তিনি পবিপ্রবি ক্যাম্পাসে এসেছেন তা আমার জানা নেই।