বিএনপি অফিসে ভাংচুর মামলায় দুমকীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

দুমকী
  © সংগৃহীত

পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলার আসামী মোঃ জাহিদুল ইসলাম(২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পটুয়াখালীর দুমকী থানা পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধয়ায় উপজেলার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জাহিদুল ইসলাম আঙ্গারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাটরা গ্রামের মোঃ ইউসুফ খানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, আটক আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।