সাজেক ভ্যালির রিসোর্টে ভয়াবহ আগুন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।