মহাসড়কে মৃত্যুমুখ বন্ধ করল তরুণেরা

নারায়ণগঞ্জ
  © সংগৃহীত

বাংলাদেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। মহাসড়কের সড়ক বিভাজক কেটে ফুটওভারব্রিজ রেখে পারাপার হতে গিয়ে ঘটছে নানান দুর্ঘটনা, মানুষ হারাচ্ছে প্রাণ। এসব দেখে কার্যত মৃত্যুর দরজা বন্ধ করার উদ্যোগ নেয় মালিভীটা গ্রামের কবি নজরুল কলেজের অনার্সের শিক্ষার্থী রায়হান হাসান রাতুল।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায় রাতুল সহ কয়েকজন যুবক প্রশাসনের সহযোগিতায় আপাতত বাঁশ লাঠি দিয়ে এসব ফাঁকা জায়গা বন্ধ করে দিচ্ছে সেই সাথে তারা দাবি জানান, সড়ক ও জনপদ বিভাগ থেকে শীঘ্রই যেনো এসব স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ সহ প্রশাসনের লোকজন।

কামতাল তদন্ত কেন্দ্রের এস আই জহিরুল ইসলাম বলেন, তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা যথাসম্ভব এই সমস্যা সমাধানে কাজ করবো।

উদ্যোগের সাথে সম্পৃক্ত যুবক রানা এবং ইয়াছিন বলেন, ফুট ওভারব্রিজ এড়িয়ে এসব জায়গায় দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। 

গত সাপ্তাহেও একজন বৃদ্ধা ঝুঁকিপূর্ণ এসব জায়গা দিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে মারা গেছেন।

প্রশাসনের নির্বিকার ভূমিকায় আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এসব জায়গা বাঁশ লাঠি দিয়ে আপাতত বন্ধ করে দিচ্ছি।

আশাকরি সামনে কতৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করবেন।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, এই সমস্যাটা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্পৃক্ত। আমরা আমাদের জায়গায় থেকে চেষ্টা করছি আপনি বিষয়টা জানানোর কারণে আমরা বিষয়টি সরজমিনে পরিদর্শন করবো।