গোপালগঞ্জে অভিযানকালে বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলা; আহত ৪

গোপালগঞ্জ
  © সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন সরকারি কর্মকর্তারা। এবার গোপালগঞ্জে স্বর্ণের দোকানে অভিযানকালে বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিএসটিআইয়ের ৪ জন আহত হয়। স্বর্ণপট্টিতে নিয়মিত তদারকি করার সময় তাদের ওপর সোনা দোকানিরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে। 

বিএসটিআইয়ের উপপরিচালক মো. আশরাফুল আলম জানান, আজ সোমবার দুপুরে স্থানীয় স্বর্ণপট্টিতে নিয়মিত তদারকিতে যায় বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা। দোকানদারদের বিএসটিআইয়ের অনুমোদিত বাটখারা ব্যবহার করার কথা বলায় সোনা দোকানিরা তাদের ওপর ক্ষিপ্ত হয় এবং একপর্যায়ে হামলা চালায়।

স্বর্ণ দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মো. নূরুল হুসাইন বলেন, ‘বিএসটিআইয়ের কর্মকর্তারা বিভিন্ন সময় দোকানিদের হয়রানি করে থাকেন। আজও এসে দোকানিদের খাতা টানাটানি ও গহনা সিস করে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করেন। এই কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে অভিযোগ করতে কেউ থানায় আসেনি। অভিযোগ গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’