নোয়াখালী ফ্ল্যাশ ফ্লাড আর্লি রিকোভারী প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী
  © সংগৃহীত

নোয়াখালীতে ‘ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ এর কারিগরি সহযোগিতায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে “নোয়াখালী ফ্ল্যাশ ফ্লাড আর্লি রিকোভারী প্রকল্প” শিরোনামে একটি নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ ফব্রুয়ারি) সকালে নোয়াখালী সদর উপজেলার হলরুমে প্রকল্প অবহিতকরণ এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও রিক প্রতিনিধিগণ তাদের বক্তব্য বলেন, “প্রকল্পটি বন্যা দুর্গত এলাকার মানুষের লাইভলিহুডের উন্নয়ন, ক্ষতিগ্রস্ত ওয়াশ অবকাঠামো উন্নয়ন, নতুন ওয়াস অবকাঠামো নির্মাণ সহ দুর্যোগ ব্যবস্থাপনার কমিটি গঠন ও সক্রিয়করণে কাজ করবে” 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এ্যাসিস্টেন্ট ম্যানেজার (প্রোগ্রাম) আব্রাহাম লিংকন খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার স্টিফেন রুবেন হালদার, ন্যাশনাল কো-অর্ডিনেটর (ডি আর আর এন্ড সিসিএ) জন ডি রয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর সাহা, প্রকল্প সমন্বয়কারী (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মো.শাহারুল আলম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার রায় সহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।