দুমকীর চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

দুমকী
  © টিবিএম ফটো

পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সনের এস‌এসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: কামাল হোসাইন এর সভাপতিত্বে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক হাবিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার হারুন রশীদ খান, আজিজ আহম্মেদ কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী খান নাসিমা পারভীন ডলি, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম, ২০ নং চরবয়েড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দেলোয়ারা বেগম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।