তেঁতুলিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
- জুলহাস উদ্দীন, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ PM

তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী।
র্যালি ও আলোচনা উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মামুন আল কবির, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার, নির্বাচন কর্মকর্তা মো.শামিমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক হযরত আলীসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, ইউপি সদস্য,শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।