রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবিতে তারাগঞ্জে বিক্ষোভ

রংপুর
  © সংগৃহীত

আল্লাহদ্রোহী নাস্তিক রাখাল রাহা ও রাসূল (সাঃ) কে কটুক্তিকারী সোহেল হাসান গালিব কে গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবীতে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে ।

মুসলিম তৌহিদী জনতার ব্যানারে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন চৌপতি বাস স্ট্যান্ডে গিয়ে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে মাওলানা আশরাফ আলীসহ আলেম-ওলামা, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্ষকরা নির্ভয়ে একের পর ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে সারাদেশে। এর প্রতিবাদে আজকে আমরা সকল বিপ্লবীরা একত্রিত হয়েছি।

সাবেক র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপসহ সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সমাজের সব ক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তাগণ।