দলীয় নেতাদের ক্ষোভ
বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়লো জিয়া পরিবারের ছবি
- সাদ্দাম উদ্দিন, রাজ নরসিংদী জেলা
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ PM

নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে কার্যালয়টির ভেতরে থাকা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং আসবাবপত্র।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়ছেন স্থানীয়রা। গেলো ১২ ফেব্রæয়ারি একই উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়াও দেওয়ালে লিখে যায় ‘মৃত্যুর জন্য অপেক্ষা করো’। পরপর এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দলটির অন্যান্য নেতৃবৃন্দরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে ডৌকারচর ইউনিয়ন বিএনপির অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ওই সময় ব্যর্থ হলেও গত রাতে তারা অফিসের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের ভেতরে থাকা দলটির প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি এবং চেয়ার-টেবিলসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।
ডৌকারচর ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা জানান, আমাদের নেতা ও কর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করছে। অথচ আমাদের অফিসে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানাই।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।