লাঙ্গলবন্দে কালী মন্দির পরিদর্শনে জামায়াত
- সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ AM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে শ্রী শ্রী শ্মশান কালী পূজা উদ্যাপন পরিষদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শূরা সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি লাঙ্গলবন্দ বিখ্যাত প্রেমতলা মন্দির এবং মহাত্মা গান্ধী শশ্মন ঘাট মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় মহাত্মা গান্ধী শ্মশান ঘাট মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি নারায়ণ উপস্থিত ছিল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পূজা উদ্যাপন কমিটির আমন্ত্রণে মন্দির পরিদর্শনে আসেন জামায়েতের নেতৃবৃন্দ।
মন্দির পরিদর্শনকালে বন্দর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও নারায়ণগঞ্জ জেলার শূরা সদস্য সালাউদ্দিন বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি; এটা বিশ্বের কোথাও নেই। হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনষ্ট করতে না পারে।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ।
সময় মন্দিরে পুরোহিতসহ সবাই জামায়াতের এই আগমনে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। তারা সবাই আগামীতে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।