নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- মাহমুদ ফয়সাল, নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ১০:৩৬ AM

নোয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যাপীঠ নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক মনোনয়নপ্রাপ্ত এডহক কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
পরে এক মতবিনিময় সভায় ‘নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের’ নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত রুহুল আমিন চৌধুরীর সুযোগ্য সন্তান মো. আলমগীর কবির চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন,শিক্ষক প্রতিনিধি মো. গোলাম কুদ্দুস আজগর, অভিভাবক প্রতিনিধি মো. জামাল উদ্দিন মেম্বার।
এছাড়াও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল করিম চৌধুরী জসিম, সিনিয়র শিক্ষক মো. মফিজুর রহমান ও সিনিয়র শিক্ষক নিলুফা ইয়াসমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মো. আলমগীর কবির চৌধুরী সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী বিভিন্ন ব্যক্তিবর্গের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ কাজ করতে চান। আলোচনা সভায় তিনি বিদ্যালয় নিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন। একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।”