তারাগঞ্জে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের ইফতার বিতরণ
- আরিফ শেখ, রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০২:১২ PM

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত ও দুস্থ্যদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের নেতাকর্মীরা ।
রবিবার (২ মার্চ) ১ম রোজার বাদ আছর তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ডে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক সংগঠনের আয়োজনে দুস্থ্যদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এসময় বাস স্ট্যান্ড ও আশপাশের সুবিধাবঞ্চিত ও এতিম দুস্থ্যদের হাতে ইফতারের প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানি তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সোনারুল ইসলাম সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম, সহযোদ্ধা ফারাবী , মিরান, উজ্জল, মেহিদী হাসান সান প্রমুখ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখা'র সভাপতি আরিফ শেখ।