৪০০ কার্টুন ভারতীয় অবৈধ সিগারট উদ্ধার
- কামরুল হাসান, চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০২:১৪ PM

চট্টগ্রাম জোরারগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আনা ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন।
শনিবার (১ মার্চ ) রাত নয়টায় করেরহাট ইউনিয়নের রহমতপুর নামক স্থান হতে এসব মালিকবিহীন অবৈধ সিগারেটের কার্টুন উদ্ধার করেছে কয়লারমুখ বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা।
জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার ইবনে মিজানুর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের রহমত পুর নামক স্থান হতে ৪০০ কার্টুন মালিক বিহীন অবৈধ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিগারেট ধ্বংস করার লক্ষ্যে পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।