সিরাজগঞ্জের রায়গঞ্জে অফিস সহায়ক মোমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি’র অভিযোগ
- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ০১:১৭ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক(পিওন) আব্দুল মোমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি’র লিখিত অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ঘুড়কা ইউনিয়নের হারনি গ্রামের মৃত আজাহারুল ইসলামের পুত্র মোঃ আব্দুল মোমিন একই ইউনিয়নের ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসে “অফিস সহায়ক(পিওন) পদে” প্রায় তিন বছর পূর্বে বদলীসূত্রে কাজে যোগ দেন। একই ইউনিয়নের বাসিন্দা হিসেবে মোমিন নিজেকে কখনও সংশ্লিষ্ট অফিসের নায়েব আবার কখনও সহকারি নায়েব হিসেবে পরিচয় দিয়ে প্রকৃত নায়েবের উপর প্রভাব খাটিয়ে খারিজ( নামজারি/জমাভাগ) করিয়ে দেওয়ার চুক্তিতে সাধারন জনগণের নিকট থেকে প্রতি নামজারিতে সর্বনিম্ন দশ হাজার এবং সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত আদায় করা, অবৈধ লোভে লাভবান হওয়ার মানসিকতায় মোটা অংকের টাকার বিনিময়ে মিস কেস সমূহের প্রতিবেদন দেওয়া এছাড়াও ভূমি উন্নয়ন কর, হোল্ডিং খোলা, বিজ্ঞ আদালত কর্তৃক প্রেরিত বিভিন্ন মামলার সাধারণ ও দখলি প্রতিবেদন দাখিল, ভিপি অবমুক্ত করণসহ বিভিন্ন কাজে ঘুষ বাণিজ্যসহ সরকারি ফি ব্যতীত অতিরিক্ত ফি আদায় এবং টাকার বিনময়ে রাষ্ট্রীয় সম্পদ খতিয়ান বইয়ের পৃষ্ঠা’র ফটোকপি বিক্রি করে কোটি বনে গেছেন বলে অভিযোগে জানা যায়। এ ছাড়াও মোমিনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সাধারণ জনগণকে সরকারি গাছ কাটার অনুমতি দেওয়ার অভিযোগও রয়েছে।
অফিস সহায়ক মোমিনের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে সরজমিনে জিজ্ঞাসায় মোমিন সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় বলে জানায়।
মোমিনের বিরুদ্ধে রায়গঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সহ সরকারের বিভিন্ন দপ্তরে ঐ এলাকার ২১ জন ব্যক্তি স্বাক্ষরীত লিখিত অভিযোগের প্রধান অভিযোগকারী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র মো: গোলজার হোসেন জানান, ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মোমিন অফিস প্রধান সেজে সেবা প্রার্থী সাধারন জনগনের নিকট থেকে ঘুষ, দূর্নীতি ও জনহয়রানির মাধ্যমে সেবার নামে সেপাট করে থাকেন। একই ইউনিয়নে বাড়ি হওয়ার সুবাদে ধান্দাবাজ অফিস সহায়ক আব্দুল মোমিন ভূমি সহকারি কর্মকর্তার উপর ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসে তার কৃত সকল ঘুষ দূর্নীতি অপকর্ম জায়েজ করে নিচ্ছে বলে তিনি জানান।
মোমিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মনসুর উদ্দিন জানান, অত্র অফিসে তিনি গত দুই মাস পূর্বে বদলী হয়ে কাজে যোগদান করেছেন। অফিস সহায়ক মেমিন সম্পর্কে তিনি ততোটা অকিবহাল নন। আর মোমিন বর্তমানে বদলীজনিত কারনে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। তবে অত্র অফিসের প্রাক্তন অফিস সহায়ক আব্দুল মোমিনের কৃত অপকর্ম ও দূর্নীতির বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের বিষয় তিনি শুনেছেন বলে জানান।
মোমিনের বিরুদ্ধে তাঁর দপ্তরে লিখিত অভিযোগের বিষয়ে রায়গঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোছাঃ খাদিজা খাতুন উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন মতামত দেওয়া যাবেনা বলে তিনি জানান।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান অভিযোগ তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেন।
অভিযোগটির বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক সহ দূর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালকের কৃপা দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।