তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

তেঁতুলিয়ায়
  © টিবিএম ফটো

'অধিকার মসতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (০৮ মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা শুরু করে এতে অংশনেন উপজেলা মহিলা বিষয়ক ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আলোচনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, বিষেশ অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জুহুরা, উপজেলা সমাজ সেবা অফিসার শাহ আল আমিন, উপজেলা মৎস অফিসার মাহাবুবুর আলম। উপজেলা প্রোগ্রাম অফিসার ও সিসি উত্তম কুমার মন্ডল।

এ সময় নির্বাহী অফিসার বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে নারীরা এগিয়ে রয়েছে এবং ভবিষ্যৎতে নারীরা এগিয়ে থাকবে এবং যুব নারীদের উন্নয়ন নিয়ে কাজ করে যাওয়ার উদ্যোগ নিয়ে  আলোচনা করেন।সরকার আপনাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যেমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিভিন্ন দেশে নারীরা অনেক কাজের সাথে জরিত হচ্ছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী শাহজাহান আলী, বিভিন্ন ইউপির মহিলা সদ্যস ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক/শিক্ষিকা ও নারী উন্নয়ন ফোরামের নেত্রী বৃন্দ সহ শিক্ষক ছাত্র /ছাত্রীরা।