চাঁদা না পেয়ে বাড়িঘর-দোকানে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী
  © সংগৃহীত

নোয়াখালীতে চাঁদা না পেয়ে তিনটি বসত বাড়ি ও একটি নির্মাণাধীন দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। 

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর ও বাকিপুর গ্রামের সিরাজ মিয়ার নতুন বাড়ির মো. সবুজ, বাকীপুর নোয়া বাড়ির মো. ইসমাইল ও আমির হোসেনের বসত বাড়িতে এই হামলার ঘটে। এসময় বাড়িতে থাকা নারীদেরও মারধর করা হয়েছে। এর আগে গত (২৭ ফেব্রুয়ারী) রাতে ইসলাম কাজী বাড়ির আকবর হোসেনের নির্মাণাধীণ দোকান ও বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তারা।

এসব ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী জাফর বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে নানুপুর ইসলাম কাজী বাড়ি মসজিদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ভুক্তভোগীরা বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পট পরিবর্তনের পর বিএনপির প্রভাব খাটিয়ে ও দলীয় সাইনবোর্ড ব্যবহার করে রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাফর এর নেতৃত্বে একদল সন্ত্রাসী নিরীহ মানুষদের ওপর বিভিন্ন ভাবে অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ জানালেও আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে। 

মানববন্ধনে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 এ বিষয়ে কথা বলার জন্য বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।