তেঁতুলিয়ায় ২৫ ও ২৬ মার্চ উদযাপনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত
- জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া প্রতিনিধি :
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ১১:৫৯ AM

তেঁতুলিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলি মিটুন রায়, উপজেলা বিএনপি আহবায়ক শাহদত হোসেন রন্জু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মু্ক্তিযোদ্ধা বসির আলম, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈনিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
সভায় উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন,রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে উপর্যুক্ত নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ ও ২৬ মার্চের সব কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। সকলের সহযোগিতায় এই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে হবে।