তারাগঞ্জে সাংবাদিক ও পেশাজীবীদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
- আরিফ শেখ, রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ১২:০৪ PM

রংপুরের তারাগঞ্জে পেশাজীবী বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসায় পেশাজীবী বিভাগ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাত মাজেদী সম্পাদক পেশাজীবী, প্রচার ও মিডিয়া বিভাগ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রংপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আলমগীর হোসেন, উপদেষ্ঠা, পেশাজীবি বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা। মোঃ ইয়াকুব আলী, উপদেষ্ঠা, পেশাজীবি বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা। এছাড়াও তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আব্দুস সালামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রভাষক মোঃ বুলবুল হোসেন, সেক্রেটারী, প্রচার ও মিডিয়া বিভাগ, বালাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা।