দুমকীতে ইউনাইটেড ফেয়ার গ্রুপের ঈদ উপহার বিতরণ
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১৭ PM
-11320.jpg)
প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু'র আয়োজনে পটুয়াখালীর দুমকীতে ১ হাজার গরিব ও অসহায় পরিবার পেল ঈদ উপহার।
ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র মানুষগুলো।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, জাহিদুল ইসলাম খান প্রমুখ।
দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, সমাজে এধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় দুই ঈদেই দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন ঈদ উপহার বিতরণ করে আসছে ইউনাইটেড ফেয়ার গ্রুপ যা প্রশংসার দাবি রাখে।